পানিপথের যুদ্ধ – প্রথম,দ্বিতীয়,তৃতীয় “কারণ ও ফলাফল”
১৫২৬ খ্রিষ্টাব্দে ২১ এপ্রিল, প্রথম পানিপথের যুদ্ধ আফগান সুলতান ইব্রাহিম লোদী এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয়। দ্বিতীয় পানিপথের যুদ্ধ ১৫৫৬ সালের ৫ নভেম্বর হিন্দু জেনারেল ও আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হেমুর বাহিনী এবং মুঘল বাদশাহ আকবরের বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ ১৪ই জানুয়ারি ১৭৬১ সালে মারাঠাদের সাথে দোয়াবের আফগান রোহিলা ও আয়ুব এর সম্রাট সুজা-উদ-দৌল্লার যৌথ সমর্থনে আফগানিস্থানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়।