- B.A.SR.M (FAZIL)
- Bengali
- Books
- English
- Exam Result
- General Topics
- Geography
- History
- Holiday
- Islamic history
- Math
- Political science
- Theology
- প্রবন্ধ ও রচনা
- সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যেকোন তিনটি)।
- ২.শূন্যস্থান পূরণ করো (যেকোন তিনটি)।
- ৪.অতি সংক্ষিপ্ত প্রশ্ন (যেকোন তিনটি)।
- ৫. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোন একটি)।
- ইসলামের ইতিহাস- ২০
- ৬. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।
- ৭. একটি বাক্যে উত্তর দাও।
- ৮. ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিলিয়ে লেখো।
- ৯. সত্য বা মিথ্যা নির্ণয় করো।
- ১০. তিনচারটি বাক্যে উত্তর দাও (যেকোন দুটি)।
- ১১. পাঁচটি অথবা ছয়টি বাক্যে উত্তর দাও (যেকোন দুটি)।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যেকোন তিনটি)।
১.১ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত (কলকাতা / বোম্বাই / চেন্নাই / দিল্লী) তে।
১.২ কলকাতা নগরীর পত্তন ঘটে (১৬৮০ / ১৬৮২/ ১৬৮৫ / ১৬৯০) খ্রিষ্টাব্দে।
১.৩ দীনবন্ধু মিত্রের লেখা নাটক হলো (ইছামতী / নীলদর্পন / সীতা / মহেশ)।
১.৪ সতীদাহ প্রথা বন্ধ হয় (রাজা রামমোহন / যতীন্দ্রনাথ / বিজয়কৃষ্ণ / যুদ ঘোষ)-এর উদ্যোগে।
২.শূন্যস্থান পূরণ করো (যেকোন তিনটি)।
২.১ হিন্দু কলেজের বর্তমান নাম হল………….
উত্তর – হিন্দু কলেজের বর্তমান নাম হল প্রেসিডেন্সি কলেজ।
২.২ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম…………..
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম হল “জীবনস্মৃতি”।
২.৩ ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রকাশ করেন।…………….
উত্তর – বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৭২ সালে।
২.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়………………. সালে
উত্তর – কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৮৫৭ সালে।
৪.অতি সংক্ষিপ্ত প্রশ্ন (যেকোন তিনটি)।
৪.১ বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর – বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক ছিলেন শ্রী আরবিন্দ ঘোষ।
৪.২ সাঁওতাল বিদ্রোহের কথা কোন পত্রিকায়, কবে প্রকাশিত হয় ?
উত্তর – নিউ ইন্ডিয়া পেপারের ২৩ জানুয়ারি ১৮৯০ খ্রিস্টাব্দের প্রকাশিত “The Santhal Rebellion” নামের একটি প্রবন্ধের উন্নয়নের মাধ্যমে প্রকাশিত হয়।
৪.৩ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি কে লিখেছেন ?
উত্তর – স্বামী বিবেকানন্দ।
8.8 কলকাতা মাদ্রাসা কে কবে স্থাপন করেন ?
উত্তর – কলকাতা মাদ্রাসা স্থাপন করা হয় ১৮১৭ সালে।
৫. সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোন একটি)।
৫.১ নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লেখো।
উত্তর – নব্যবঙ্গ আন্দোলন হল একটি বিশ্ববিদ্যালয় এবং সামাজিক সংস্কৃতি আন্দোলন যা কলকাতায় প্রথম প্রচারিত হয়। এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা চেতনা উন্নয়ন করা। এই আন্দোলনের প্রধান প্রতিবাদী ছিলেন হেনরি লুই ডিরোজিও। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তাদের স্বাধীনতা এবং সমানতা চেতনা উন্নয়ন করে। এটি বিভিন্ন সামাজিক সংস্কৃতি পরিবেশে প্রচলিত বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের একটি সংকেত হিসাবে গণ্য হয়।
৫.২ মাইকেল মধুসূদন দত্তের দুটি নাটকের নাম লেখো। মধুসূদন দত্তের নামের আগে মাইকেল উপাধির কারণ কী ?
উত্তর – মাইকেল মধুসূদন দত্ত হলেন একজন মহাকবি, নাট্যকার এবং বাংলাভাষার সনেট প্রবর্তক তিনি রচনা করেছিলেন অনেকগুলি নাটক, যেমন বেলগাছিয়া রঙ্গমঞ্চে, প্রহসন ইত্যাদি মাইকেল উপাধি তিনি পেয়েছিলেন তাঁর সাহিত্য ও নাটক রচনার জন্য মাইকেল মধুসূদন দত্তের রচিত দুটি নাটক হল বেলগাছিয়া রঙ্গমঞ্চে এবং প্রহসন।
৫.৩ ‘সতীদাহ প্রথা’ কী ?
উত্তর – সতীদাহ প্রথা হল হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা জীবিত থাকার আশা ছাড়াই একজন নারীর মুক্তির উপায়। এই প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এটি বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রথার আগে প্রাচীন ভারতে এটি চলতো ছিল। এছাড়াও অন্যান্য দেশে এই প্রথা চলতো ছিল।
ইসলামের ইতিহাস- ২০
৬. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।
৬.১ মজলিশ -উশ-শুরাকে আইনগত মর্যাদা দিয়েছিলেন হজরত (আবুবকর / ওসমান / আলী / ওমর রাঃ।
উত্তর – ওমর রাঃ।
৬. ২ নতুন ইসলামি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হজরত (আলী / ওসমান / আবুবকর / ওমর রাঃ।
উত্তর – আবুবকর রাঃ।
৬.৩ হজরত ওমর (রাঃ) চালু করেন (আদর্শ শুমারি / পারস্য অভিযান / জাকাত দান / হজ্ব প্রথা)।
উত্তর – আদর্শ শুমারি।
৬.৪ খারেজী দলের প্রধান সড়যন্ত্র ছিল (আলী রাঃ কে/ মোয়াবিয়াহকে / আমর বিন আসকে / আলী রাঃ, আমর ও মোয়াবিয়াহ তিনজনকে) হত্যা করা।
উত্তর – আলী রাঃ, আমর ও মোয়াবিয়াহ তিনজনকে হত্যা করা।
৭. একটি বাক্যে উত্তর দাও।
৭.১ কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় ?
উত্তর – হযরত আবু বকর (রা:) বলা হয়।
৭.২ আতিক’ কথার অর্থ কি ?
উত্তর – অর্থ হলো পুরাতন বা পুরানো।
৭.৩ হজরত ওমর (রাঃ) কৃষিকাজের উন্নতির জন্য কয়টি বড়ো বড়ো খাল খনন করেন ?
উত্তর – দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন করান। এগুলো হল আল-উবুলা নদী ও মাকিল নদী।
৭.৪ কত খ্রিষ্টাব্দে খোলাফায়ে রাশেদিনের অবসান ঘটে ?
উত্তর – ৬৬১ খ্রি.
৮. ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভের মিলিয়ে লেখো।
ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
৮.১ তুরস্ক সুলতান প্রদেশ।
৮.২ ওয়ালি হজরত ওসমান (রাঃ)।
৮.৩ ‘জুন্নুরাইন’ কামাল আতাতুক।
উত্তর – ৮.১ তুরস্ক সুলতান কামাল আতাতুক।
৮.২ ওয়ালি প্রদেশ।
৮.৩ ‘জুন্নুরাইন’ হজরত ওসমান (রাঃ)।
৯. সত্য বা মিথ্যা নির্ণয় করো।
১.১ ইসলামি রাষ্ট্রের রাজধানী ছিল মক্কা।
উত্তর – ভুল।
৯.২ প্রথম খলিফা ভক্ত পয়গম্বরদের দমন করেন।
উত্তর – ঠিক।
১০. তিনচারটি বাক্যে উত্তর দাও (যেকোন দুটি)।
০.১ আবু বকর (রাঃ) ইসলাম সাম্রাজ্যের প্রকৃত রক্ষক — উক্তিটির স্বপক্ষে তিনটি যুক্তি দাও।
উত্তর – আবু বকর (রাঃ) ইসলাম সাম্রাজ্যের প্রকৃত রক্ষক হিসাবে পরিচিত।
তিনটি যুক্তি হলোঃ
- আবু বকর (রাঃ) ইসলামের প্রথম খলিফা হিসাবে পরিচিত। তিনি ইসলামের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন।
- আবু বকর (রাঃ) মুহাম্মাদ (সা.) এর সহকর্মী হিসাবে পরিচিত। তিনি মুহাম্মাদ (সা.) এর প্রথম সহকর্মী হিসেবে পরিচিত।
- আবু বকর (রাঃ) এর উপাধি সিদ্দিক। সিদ্দিক শব্দটি হলো সত্যবাদী বা সত্যবাদী ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
১০.২ সাইফুল্লাহ কে কাকে দান করেছিলেন ?
উত্তর – খালিদ বিন ওয়ালিদ,
১০.৩ কোরআন সংকলনের প্রয়োজনীয়তা কি ছিল?
উত্তর – কুরআন সংকলনের প্রয়োজনীয়তা হল মুসলিম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআনের সংরক্ষণ ও সঙ্কলন। প্রাচীন সময়ে কুরআনের বিভিন্ন অংশ বিভিন্ন সাহিত্যিকের হাতে ছিল। ৭৫০ খ্রিস্টাব্দের দিকে এরা একত্রিত করেন। ১৬৩৩-১৬৩৪ খ্রিস্টাব্দের দিকে, ৩০ জামিয়া-মাসজিদের একত্রিতির ফলে, ৩০-টি সাহিফা-রাশি (manuscript) উন্নয়ন হয়। ১৭১৩-১৭১৪ খ্রিস্টাব্দের দিকে।
১১. পাঁচটি অথবা ছয়টি বাক্যে উত্তর দাও (যেকোন দুটি)।
১১.১ হজরত ওসমান (রাঃ) এর আমলে গৃহ বিবাদের কারণগুলি লেখ।
উত্তর – হজরত উসমান (রাঃ) ছিলেন ইসলামী সাম্রাজ্যের তৃতীয় খলিফা। এর আগে তিনি মক্কার বিত্তশালীদের মধ্যে একজন ছিলেন। হজরত উসমান (রাঃ) এর আমলে গৃহবিবাদের কারন হিসাবে বিভিন্ন কারনের উল্লেখ করা হয়েছে।
১১.২ হজরত ওমর (রাঃ) যুগে সংস্কারগুলি লেখো।
উত্তর – হযরত ওমর (রাঃ) ইসলামের সম্প্রতি প্রথম খিলাফাত করেন। তিনি খিলাফাতের সময় বিভিন্ন সংস্কার গুলি চালনা করেন। তিনি একজন বিদ্বান, দৃঢ়, স্বনির্ভরী, সৎ, ন্যায়পরায়ন। হযরত ওমর (রাঃ) এর জন্ম ৫৬০ খ্রিষ্টাব্দের ২০শে রজব।