You are currently viewing Top 100+ MCQ প্রশ্ন উত্তর ইসলামিক ইতিহাস । bnginfo.com
প্রশ্ন উত্তর ইসলামিক ইতিহাস

Top 100+ MCQ প্রশ্ন উত্তর ইসলামিক ইতিহাস । bnginfo.com

প্র. ‘মুহাম্মদের উজির’ নামে কে পরিচিত ছিলেন ?

উ. হাশেমী বংশের নেতা আবু সালমা।

প্র. আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ?

উ. আবু জাফর আলমনসূর আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা।

প্র. ইয়াযিদ বিন হুবাইরা কে ছিলেন ?

উ. ইয়াযিদ বিন হুবাইরা ছিলেন খলীফা মারওয়ানের যুগে ইরাকের শাসনকর্তা।

প্র. আৰু সালমা কে ছিলেন ?

উ. আবু সালমা ছিলেন হাশেমী বংশের একজন নেতা, তিনি আব্বাসী যুগের কুফাতে একজন উজির ছিলেন। তাঁকে মুহাম্মদের উজির বলা হত।

প্র. খলীফা আবুল আব্বাস সাফ্ফাহ তার রাজধানী কুফা হতে কোথায় স্থানান্তরিত করেছিলেন এবং কেন ?

উ. আবুল আব্বাস সাফফাহ আবু সালমার প্রভাব হতে মুক্ত হওয়ার জন্য কুফা হতে আনবারে রাজধানী স্থানান্তরিত করেছিলেন।

প্র. ‘হাশেমিয়া’ নামে প্রাসাদটি কে, কোথায় নির্মাণ করেছিলেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুল আব্বাস আব্দুল্লাহ সাফ্ফাহ ‘আনবার’ নামক স্থানে হাশেমিয়া প্রাসাদটি নির্মাণ করেছিলেন।

প্র. আবু মুসলিম কে ছিলেন ?

উ. আবু মুসলিম ছিলেন খোরাসানের বাসিন্দা, যার প্রকৃত নাম ইব্রাহীম বিন্ উসমান। আব্বাসী যুগের খোরাসান ও জাবাল প্রদেশের একজন সুপ্রসিদ্ধ গভর্নর। খলীফা আবুল আব্বাস সাফ্ফার পরামর্শ দাতা এবং আব্বাসী খিলাফতের বিশেষ হিতাকাঙ্খী।

প্র. আব্দুল্লাহ বিন আলি কে ছিলেন ? কেন তাঁকে হত্যা করা হয়েছিল ?

উ. আব্দুল্লাহ বিন আলি ছিলেন আব্বাসীয় খলীফা আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফ্ফাহ্ ও খলিফা আবু জাফর মানসুরের পিতৃব্য, সিরিয়ার একজন দক্ষ শাসক। আব্বাসী খিলাফতের প্রত্যাশী।

আবু জাফর মনসুর খিলাফত গ্রহণ করলে আব্দুল্লাহ বিন আলী তার বশ্যতা স্বীকার করেননি, এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ফলের খলিফা মনসুর তাকে হত্যা করেন।

প্র. আব্বাসী খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উ. আব্বাসী খিলাফত ৭৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

প্র. আব্বাসী খিলাফত কে প্রতিষ্ঠা করেন ?

উ. আবুল আব্বাস আব্দুল্লাহ সাফ্ফাহ।

প্র. আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফফাহ কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?

উ. ১০৪ হিজরিতে।

প্র. আবুল আব্বাস আব্দুল্লাহ সাফফাহ কত সালে খিলাফত লাভ করেন ?

উ. ১৩২ হিজরি, মুতাবিক ৭৫০ সালে।

প্র. আস্সাফ্ফাহ কে ছিলেন ?

উ. আস্সাফ্ফাহ ছিলেন আব্বাসী যুগের প্রথম খলীফা ও আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা। তার প্রকৃত নাম আবুল আব্বাস আব্দুল্লা, আস্সাফ্ফাহ তাঁর উপাধি।

প্র. ‘আস্সাফফাহ’ কথার অর্থ কী ?

উ. ‘আস্সাফফাহ’ কথার অর্থ — অতিরিক্ত রক্তপাতকারী।

প্র. ‘আস্সাফফাহ’ কার উপাধি ?

উ. আব্বাসী খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আব্দুল্লাহ্-এর উপাধি।

প্র. আবুল আব্বাস আব্দুল্লাহকে আসাফাহ বলা হত কেন ?

উ. আবুল আব্বাস আব্দুল্লাহ্ খিলাফত গ্রহণ করার পর উমাইয়্যাহ্ বংশের লোকজনদের নির্মমভাবে হত্যা করেছিলেন। উমাইয়া বংশ কে সমূলে ধ্বংস করার জন্য তিনি সীমাহীন রক্তপাত ঘটিয়েছিলেন। তাই এর কারণে তাকে ‘আস্সাফ্ফাহ’ বা অতিরিক্ত রক্ত পাতকারী বলা হত।

প্র. আব্বাস কে ছিলেন ?

উ. আব্বাস (রাঃ) ছিলেন হজরত মুহাম্মদ (সাঃ) এর চাচা ও বিশিষ্ট সাহাবী – যার নাম অনুসারে আব্বাসি খিলাফত এর নামকরণ করা হয়।

প্র. ঈসা বিন আলি কে ছিলেন ?

উ. ঈসা বিন আলি ছিলেন আব্বাসীয় খলীফা আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফ্ফার এক চাচা, যাকে খলিফা পারস্যের গভর্নর করে পাঠিয়ে ছিলেন।

প্র. সুলাইমান বিন্ আলি কে ছিলেন ?

উ. সুলাইমান বিন্ আলি ছিলেন আব্বাসীয় খলীফা আবুল আব্বাস আব্দুল্লাহ সাফ্ফার একজন চাচা, বাসরা ও বাহরাইন প্রদেশের শাসনকর্তা।

প্র. আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফ্ফাহ কত সালে মারা যান ?

উ. আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফাহ্ ৭৫৪ সালে মারা যান।

প্র. আব্বাসীয় খলীফা আবুল আব্বাস আব্দুল্লাহ্ সাফ্ফাহ-এর খিলাফতের সময়কাল উল্লেখ কর।

উ. ৭৫০ খ্রিস্টাব্দ থেকে ৭৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত, চার বছর।

প্র. আবু জাফর আলমনসুর কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?

উ. ৯৫ হিজরিতে, অন্য মতে তিনি ১০১ হিজরিতে জন্মগ্রহণ করেন।

প্র. আবু জাফর মনসুর কত সালে শাসনক্ষমতা লাভ করেন ?

উ. ৭৫৪ সালে।

প্র. আবু জাফ কে ছিলেন, তিনি কোন উপাধিতে ভূষিত হন ?

উ. আবু জাফর ছিলেন আব্বাসী যুগের দ্বিতীয় খলিফা, তাঁকে আব্বাসী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা গণ্য করা হয়। তিনি ‘আল মনসুর’ উপাধিতে ভূষিত হন।

প্র. ‘আল মনসুর’ কার উপাধি ?

উ. আব্বাসী যুগের দ্বিতীয় খলীফা আবু জা’ফর আব্দুল্লাহর উপাধি।

প্র. কোন্ খলীফা ইমাম আযম আবু হানিফা (রহঃ)কে কারারুদ্ধ করে হত্যা করেন ?

উ. আব্বাসীয় যুগের দ্বিতীয় খলীফা আবু জাফর মনসুর।

প্র. খলীফা আবু জাফর মনসূর কোন ধর্মমত প্রতিষ্ঠা করেন ?

উ. সুন্নী ধর্মমত প্রতিষ্ঠা করেন।

প্র. কোন্ আব্বসীয় খলীফা সুন্নী ধর্মমতের পৃষ্ঠপোষকতা করেন ?

উ. খলিফা আবুজা’ফর মনসূর।

প্র. খলীফা আবুজা’ফর মনসূরের শাসনকালকে কয়টি ভাগে ভাগ করা যায় তা কি কি ?

উ. তিনটি ভাগে ভাগ করা যায়। বিদ্রোহ দমন, রাজ্য বিস্তার ও প্রশাসনিক সংগঠন।

প্র. নাসিবিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? এই যুদ্ধে কে, কাকে পরাজিত করেন ?

উ. নাসিরিনের যুদ্ধ ৭৫৪ সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে খলীফা আবু জাফর মনসুরের সেনাপতি- আবু মুসলিম, সিরিয়ার শাসনকর্তা আব্দুল্লাহ বিন আলীকে পরাজিত করেন।

প্র. ‘দারুস-সালাম’ কোন্ নগরীকে বলা হয় ?

উ. বাগদাদ নগরীকে।

প্র. খলিফা আবুজা’ফর মনসূর কাকে ‘সিংহ পুরুষ’ উপাধিতে ঘোষিত করেন এবং কেন ?

উ. মারওয়ানের বংশধর মায়ান বিন যায়েদকে। কারণ, সে একদিন খলীফা আবু জাফর মনসূরকে বিদ্রোহীদের হঠাৎ আক্রমণ থেকে বীরত্বের সঙ্গে প্রাণে রক্ষা করেছিলেন। তাই, তাকে এই উপাধিতে ভূষিত করেন।

প্র. বাগদাদ নগরী কে, কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন ?

উ. আব্বাসীয় খলীফা আবু জাফর মনসূর, ৭৬২ খ্রিষ্টাব্দে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন।

প্র. খলীফা আবুজা’ফর মনসূর বাগদাদের নতুন কী নামকরণ করেন ?

উ. দারুস সালাম।

প্র. দারুস-সালাম কে তৈরি করেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুজাফর মনসুর।

প্র. খলীফা মনসূরের যুগে কে নিজেকে নবী হিসাবে দাবী করেন ?
উ. হিরাতের শাসনকর্তা উস্তাদসীস।

প্র. খালিদ বিন বার্মাক কে ছিলেন? তিনি কত হিজরিতে মারা যান ?

উ. খালিদ বিন বার্মাক ছিলেন বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা, তিনি পারস্যের অধিবাসী ছিলেন এবং আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসূরের শাসনামলে প্রধান উজির নিযুক্ত হন। তিনি ১৬৩ হিজরিতে মারা যান।

প্র. বামাকী বংশের প্রতিষ্ঠাতা কে ?

উ. বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা হলেন খালিদ বিন বার্মাকী।

প্র. কে, কাকে কুরাইশদের বাজপাখি নামে অভিহিত করেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসুর আব্দুর রহমান দাখিলকে কুরাইশদের বাজপাখি নামে অভিহিত করেন।

প্র. কুরাইশদের বাজপাখি কাকে বলা হয় এবং কেন ?

উ. স্পেনে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান দাখিল কে কুরাইশদের বাজপাখি বা শাঁকরুল কুরাইশ বলা হয়।

কারণ, তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী, সাহসী বীরপুরুষ। শত্রু দলের উপর বাজপাখির ন্যায় তড়িৎ বেগে আক্রমণ চালাতেন এবং শত্রুর মুন্ড ছিন্ন করে দিতেন, তাই তাকে শাকরুল কুরাইশ বা কুরাইশদের বাজপাখি বলা হত।

প্র. ‘আবুদ্দাওয়ানিক’ কার উপাধি ? কেন তাকে এইরূপ উপাধি দেওয়া হয় ?

উ. ‘আবুদাওয়ানিক’ আব্বাসীয় খলীফা আবু জাফর মনসুরের উপাধি। তিনি রাজ্যের আয়-ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতেন এবং শাসনকর্তাদের কার্য বোনের প্রতি কড়া নজর রাখতেন। তাই তাকে এই রূপ উপাধি দেওয়া হয়।

প্র. মুহাম্মদ বিন্ আব্দুর রহমান কে ছিলেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসূরের শাসনামলে বাগদাদের প্রধান কাজী ছিলেন।

প্র. মুহুআম্মদ বিন্ আব্দুর রহমান বাগদাদে কতদিন ধরে কাজি পদে নিযুক্ত ছিলেন ?

উ. প্রতি কুড়ি বছর।

প্র. কে, কাকে ‘আলমাহদী’ উপাধি দান করেন ?

উ. আবুজাফর মনসুর স্বীয়পুত্র মুহাম্মদকে আলমাহদী উপাধি দান করেন।

প্র. ‘আল্লাহদী’ কার উপাধি ?

উ. আব্বাসী যুগের তৃতীয় খলীফা মুহাম্মদ-এর উপাধি।

প্র. খলীফা আবুজা’ফর মনসূর কত সালে মারা যান ?

উ. ৭৭৫ খ্রিষ্টাব্দ মুতাবিক ১৫৮ হিজরি, ৬ই জিলহজ্জ।

প্র. খলীফা আবুজা’ফর মনসূর কত বছর বয়সে মারা যান ?

উ. ৬৫ বছর বয়সে।

প্র. আব্বাসীয় খলীফা আবুজাফর মনসূর কত বছর রজত্ব করেন ?

উ. ২১ বছর, অন্যমতে এক সপ্তাহ কম ২২ বছর।

প্র. মুহাম্মদ বিন আলফারাজী কে ছিলেন ?

উ. মুহাম্মদ বিন আল্‌ফারাজী ছিলেন আব্বাসী যুগের একজন বিখ্যাত পন্ডিত ও অনুবাদক, তিনি ভারতীয় জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহন্ত’ সিদ্ধান্ত সংস্কৃত থেকে আরবি ভাষায় অনুবাদ করেন।

প্র. আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসূরের যুগের একজন শ্রেষ্ঠ সাহিত্যিকের নাম কর।

উ. আব্দুল্লাহ ইবনে মুকাফকা।

প্র. কালীলা ও দীমনা কী ? এটি কে রচনা করেন ?

উ. কালীনা ও দীমনা হল – আরবি ভাষায় রচিত একটি প্রাচীন গদ্য সাহিত্য গ্রন্থ। এটি রচনা। করেন আব্বাসী যুগের প্রসিদ্ধ সাহিত্যিক আব্দুল্লাহ্ ইবনে মুকাক্কা। কালীলা ও দীমনা মূলতঃ দুটি শৃগালের নাম। রূপকথা ও নীতিকথার সংমিশ্রণে একচমৎকার উপদেশমূলক কাহিনী। জন্তু-জানোয়ারের চরিত্রে রাজতান্ত্রিক বাদশাহী দরবারের নানান চরিত্র তুলে ধরা হয়েছে এর মধ্যে। সিংহের আস্ফালন এবং শৃগালের চতুরতার অপূর্ব উপমামূলক বর্ণনা দ্বারা প্রকাশ করা হয়েছে তৎকালীন দরবারি ও সামাজিক জীবনের হাসিকান্না, বিষাদ-বেদনার করুণ প্রতিচ্ছবি।

প্র. “সিয়ার-উল-মুলক আলআজম’ পুস্তকটি কে রচনা করেন ?

উ. আব্বাসী যুগের প্রসিদ্ধ অনুবাদক আব্দুল্লাহ ইবনে মুকাফ্ফকা।

প্র. ‘রফীকা’ নামক শহরটি কে নির্মাণ করেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসুর।

প্র. ‘বাবুল জাহাৰ’ কী? কে নির্মাণ করেন ?

উ. বাবুল জাহাব একটি স্বর্ণ নির্মিত দ্বার, এটি আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসুর নির্মাণ করেন।

প্র. ‘কারুল খুদ’ কী ? এটি কে নির্মাণ করেন ?

উ. কাসরুল খুলুদ একটি শাহী প্রাসাদ – যা অনন্ত ধাম নামে অবস্থিত। এটি আব্বাসীয় ঘলীফা আবু জাফর মনসুর নির্মাণ করেন।

প্র. ‘রুসাফা’ মহলটি কে, কার জন্য নির্মাণ করেন ?

উ. আব্বাসীয় খলীফা আবুজা’ফর মনসুর রাজকুমার মাহদীর জন্য নির্মাণ করেন।

প্র. খলীফা আবুজাফর মনসুর কত খ্রিস্টাব্দে রাজায় রাজপ্রাসাদ তৈরি করেন ?

উ. ৭২২ খ্রিস্টাব্দে।

প্র. আলমাহদী কে ছিলেন ?

উ. আলমাহদী ছিলেন খলীফা আবুজাফর মনসুরের সুযোগ্যপুত্র, আব্বাসী খিলাফতের তৃতীয় খলীফা।

প্র. আলমাহদীর প্রকৃত নাম কী ?

উ. আলমাহদীর প্রকৃত নাম মুহাম্মদ। আল্‌মাহদী তাঁর উপাধি।

প্র. আলমাহদী কত সালে, কোন মাসে শাসনক্ষমতা লাভ করেন ?

উ. ৭৭৫ খ্রিষ্টাব্দ মুতাবিক ১৫৮ হিজরি, জিলহজ্জ মাসে।

প্র. খলীফা আবুজা’ফর মনসুরের পর কে সিংহাসনে বসেন ?

উ. তার পুত্র মুহাম্মদ আলুমাহদী।

প্র. কোন আব্বাসীয় খলীফা মদীনার মসজিদে নববীর পুনর্নির্মাণ করেন।

উ. খলীফা আল্‌মাহদী।

প্র. ইয়াকুব বিনে দাউদ কে ছিলেন ?

উ. আব্বাসীয় খলীফা আলমাহদীর প্রধানমন্ত্রী।

প্র. মুহাম্মদ আলমাহদীর কুনিয়্যাত বা উপনাম কী ?

উ. মুহাম্মদ আলমাহদীর কুনিয়্যাত বা উপনাম আবু আব্দুল্লাহ।

প্র. আলমাহদী কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?

উ. ১২৬ হিজরিতে।

প্র. মুকান্না কে ছিল ?

উ. মুকান্না ছিল আব্বাসীয় খলীফা আলমাহদীর শাসনামলে পারসোর অধিবাসী এক ভণ্ড ও মিথ্যাবাদী। যার প্রকৃত নাম হাশিম বিন হাকিম, সে নিজেকে খোদা বলে দাবী করত, আবার কখনো নিজেকে খোদার অবতার ভাবত।

প্র. কাকে, কেন ‘মুকান্না বলা হত ?

উ. পারস্যের অধিবাসী হাশিম বিন হাকিম নামক এক খোদায়ী দাবীদার ব্যক্তিকে মুকান্না বলা হত।

‘মুকান্না’ কথার অর্থ অবগুণ্ঠনকারী বা মুখমণ্ডল আবৃতকারী। যেহেতু সে তার মুখমণ্ড মুখোশ দিয়ে আবৃত করে রাখত তাই তাকে ‘মুকান্না’ বলা হত।

প্র. ‘মুবায়ীয’ কথার অর্থ কী ? কাদেরকে, কেন মুবায়ীয বলা হত ?

উ. ‘মুবায়ীয়’ কথার অর্থ শ্বেতবস্ত্রধারী। মুকান্নার অনুসারীগণ স্বেতবস্ত্র পরিধান করত। তাই, তাদেরকে মুবায়ীয় বলা হত।

প্র. ‘মিনদিক’ কাদের বলা হয় ?

উ. ধর্মদ্রোহী-নাস্তিক সম্প্রদায়কে যিনদিক বলা হয়।

প্র. ‘মুহাম্মির’ কাদের বলা হত ?

উ. আব্বাসীয় খলীফা আল্‌হমাহদীর যুগে কাস্পিয়ান সাগরের পূর্বদিকে জুরজান নামক স্থানে একটি ইসলাম ধর্ম বিরোধী সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তারা লাল-গেরুয়া বস্তু পরিধান করত। ফলে তাদেরকে মুহাম্মির বলা হত।

প্র. খলীফা মাহদীর রাজত্বকালে বাইজানটাইনের কোন সম্রাট মুসলিম রাজ্য আক্রমণ করেন ?

উ. সম্রাট প্রথম কনষ্টানটাইন।

প্র. দিওয়ানুল যানাদিকা কী ? কে গঠন করেন ?

উ. যিনদিক তথা ইসলাম ধর্মদ্রোহী-নাস্তিক সম্প্রদায়কে দমন করার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন বা বিভাগ। যা আব্বাসীয় খলীফা আলমাহদী গঠন করেন। 

প্র. কোন গ্রীক সাম্রাজ্ঞী খলীফা হারুনুর রশীদের বশ্যতা স্বীকার করেন ? কত সালে ?

উ. খলীফা মাহদীর শাসনামলে ৭৭৮ খ্রিষ্টাব্দে গ্রীক সাম্রাজ্ঞী আইরিন খলীফা হারুনুর রশীদের বশ্যতা স্বীকার করেন।

প্র. মাইজুরান কে ছিলেন ?

উ. খাইজুরান ছিলেন খলীফা আলমাহদীর স্ত্রী, হাদী ও হারুনুর রশীদের মাতা।

প্র. আলমাহদী কত সালে, কোন মাসে ইন্তেকাল করেন ?

উ. হিজরি ১৬৯, ২২শে মহরম মুতাবিক ৭৮৫ খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইন্তেকাল করেন।

প্র. খলীফা আলমাহদীর খিলাফতের সময়কাল উল্লেখ কর ?

উ. ৭৭৫ খ্রিস্টাব্দ থেকে ৭৮৫ খ্রিষ্টাব্দ, ১০ বছর।

প্র. খলীফা মাহদীর পর কে সিংহাসন দখল করেন ?

উ. খলীফা মাহদীর প্রথম পুত্র আল্হাদী।

প্র. আলহাদী কত সালে সিংহাসন দখল করেন ?

উ. ৭৮৫ খ্রিষ্টাব্দে, তার পিতার মৃত্যুর পর।

প্র. হাদী কে ছিলেন ?

উ. হাদী ছিলেন আব্বাসী যুগের চতুর্থ খলীফা এবং তিনি ছিলেন আব্বাসীয় খলীফা মাহদীর প্রথম পুত্র।

প্র. খলীফা হাদীর মাতার নাম কী ?

উ. খলীফা হাদীর মাতার নাম খাইজুরান।

প্র. খলীফা হাদীর ভ্রাতার নাম কী ?

উ. খলীফা হারুনুর রশীদ।

প্র. খলীফা হাদী কত সালে মৃত্যুবরণ করেন ?

উ. ১৭০ হিজরি, ১৪ই রবিউল আউওয়াল মুতাবিক ৭৮৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

প্র. খলীফা হাদী কতদিন রাজত্ব করে ছিলেন ?

উ. ১ বছর ১ মাস ২২ দিন।

প্র. “৭৮৬” সালে কোন আব্বাসী খলীফা শাসনক্ষমতা লাভ করেন ?

উ. খলীফা হারুনুর রশীদ।

প্র. হারুনুর রশীদ কে ছিলেন ?

উ. হারুনুর রশীদ ছিলেন আব্বাসী বংশের পঞ্চম খলীফা, আল মাহদীর দ্বিতীয় পুত্র ও খলীফা হাদীর আপন ভ্রাতা।

প্র. হারুনুর রশীদের পিতা ও মাতার নাম কী ?

উ. পিতার নাম আল্‌মাহদী ও মাতার নাম খাইজুরান।

প্র. হারুনুর রশীদ কত সালে, কার পরে সিংহাসন লাভ করেন ?

উ. ৭৮৬ খ্রিষ্টাব্দে মুতাবিক ১৭০ হিজরিতে, ভ্রাতা হাদীর মৃত্যুর পর সিংহাসন লাভ করেন। 

প্র. খলীফা হারুনুর রশীদ কত হিজরিতে জন্মগ্রহণ করেন ?

উ. ১৪৮ হিজরিতে।

প্র. খলীফা হারুনুর রশীদের কুনিয়্যাত বা উপনাম কী ?

উ. খলীফা হারুনুর রশীদের কুনিয়্যাত বা উপনাম আবুজা’ফর।

প্র. ‘রশীদ’ উপাধিটি কে, কাকে দিয়েছিলেন ?

উ. আব্বাসীয় খলীফা আলমাহদী স্বীয় পুত্র খলীফা হারুনকে ‘রশীদ’ উপাধি দান করেছিলেন।

প্র. হারুনুর রশীদ কত বছর বয়সে সিংহাসন লাভ করেন ?

উ. ৭৮৬ খ্রিষ্টাব্দে ২৫ বছর বয়সে।

প্র. হারুনুর রশীদের শাসনামলে মুসলীম জাহানের রাজধানী কোথায় ছিল ?

উ. বাগদাদে।

প্র. হারুনুর রশীদের বাল্যশিক্ষক কে ছিলেন ? 

উ. ইয়াহইয়া বিন খালিদ বাৰ্মাকী।

প্র. ইয়াহইয়া বিন খালিদ কে ছিলেন ? তিনি কত সালে মারা যান ?

উ. ইয়াহইয়া বিন খালিদ ছিলেন বার্মাকী বংশের প্রতিষ্ঠাতা – খালিদ বিন্ বার্মাকীর পুত্র, খলীফা হারুনুর রশীদের উপদেষ্টা ও মন্ত্রী। তিনি ৮৫০ খ্রিস্টাব্দে মারা যান।

প্র. খারিজী কাদের বলা হয় ?
উ. ইস্‌স্লামের চতুর্থ খলীফা হজরত আলী (রা.)-এর যুগে যে সক লোক হজরত আলী(রা.) এর দল ত্যাগ করে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তৈরি করেছিল তাদেরকে খারিজী বলা হয়।

প্র. আব্বাসী যুগের কত সালে খারেজী বিদ্রোহ দেখা দেয়? তাদের কে দমন করেছিলেন ?

উ. ৭৮৭ খ্রিষ্টাব্দে খারেজী বিদ্রোহ দেখা দেয়। খলীফা হারুনুর রশীদ তাদের দমন করেছিলেন।

প্র. খলীফা হারুনুর রশীদের যুগে খারেজী বিদ্রোহের নেতা কে ছিলেন ?

উ. নাসিবিনের অধিবাসী ওয়ালিদ বিন আরিফ।

প্র. আরবের ‘জোওয়ান অব আর্ক’ নামে কাকে অভিহিত করা হয় এবং কেন ?

উ. খারেজী বিদ্রোহের নেতা ওয়ালিদ বিন আরিফের তেজস্বিনী ভগ্নী লায়লাকে ‘জোওয়ান অব আর্ক’ বলা হত। তার তুলনাহীন নেতৃত্ব ও অপরিসীম শৌর্যবীর্যের জন্য তাকে ‘জোওয়ান অব আর্ক’ নামে অভিহিত করা হয়।

প্র. মুসা আল্ কাজিম কে ছিলেন, তাঁকে কে বন্দী করেছিল ?
উ. মুসা আল্‌কাজিম ছিলেন খলীফা হারুনুর রশীদের শাসনামলে আলী বংশীয় ইমা জা’ফর সাদিকের পুত্র এবং তিনি ছিলেন সে যুগের শিয়া সম্প্রদায়ের এক প্রসিদ্ধ ইমাম। খলীফা হারুনুর রশীদ তাঁকে বন্দী করেন।

প্র. মুসা আল্‌কাজিম কত সালে, কোথায় ইন্তেকাল করেন ?

উ. মুসা আলকাজিম ৭৯৯ খ্রিষ্টাব্দে, বাগদাদে ইন্তেকাল করেন।

প্র. ইয়াহইয়া বিন্ খালিদ বার্মাকীর কয়জন পুত্র ছিল ? তাদের নাম কী ?

উ. ইয়াহইয়া বিন্ খালিদ বার্মাকীর চারজন পুত্র ছিল। তাদের নাম ফজল, জাফর, মুসা ও মুহাম্মদ। 

প্র. ফজল বার্মাক কে ছিলেন ?

উ. ফজল বার্মাক ছিলেন ইয়াহইয়া বিন খালিদ বার্মাকীর প্রথম পুত্র, খলীফা হারুনুর রশীদের অন্তরঙ্গ বন্ধু, দক্ষ রাজনীতিবিদ মিশরের শাসনকর্তা।

Leave a Reply